Logo
Logo
×

ক্যারিয়ার

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর

ছবি-সংগৃহীত

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ চূড়ান্ত করেছে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তা চলবে আগামী ২০২৫ সালের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রার্থীদের আবেদন ফি দুশ’ টাকা।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ১১ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে বলেও জানানো হয়।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন