Logo
Logo
×

সারাদেশ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

Icon

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০১:৩৮ পিএম

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে ঢাকাগামী “বুড়িমারী এক্সপ্রেস” ট্রেনের চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে বুড়িমারী-ঢাকা রুটে ট্রেনটির চলাচল উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।  

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুজ্জামান আহমেদ এমপি (লালমনিরহাট-২), লালমনিরহাট-৩ আসনের এমপি ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, রেলওয়ের (রাজশাহী) পশ্চিমাঞ্চলীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, লালমনিহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বুড়িমারী রেল স্টেশন থেকে ট্রেনটি চালু হওয়ায় নতুন করে ভারত, ভুটান ও নেপালের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের সুবিধার পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। ট্রেনটি যাত্রা শুরু করায় লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং  পাটগ্রাম উপজেলার কয়েক লাখ মানুষের ঢাকার সাথে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হল। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন