মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
ছবি-সংগৃহীত
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উয়াইসী মর্ডান প্লাজার ৫ম তলার রংধনু আবাসিক হোটেলের ২৬ নাম্বার কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার দিনগত মধ্যরাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে হোটেলে উঠে রুবেল হোসেন নামে এক যুবক। হোটেলের রেজিস্ট্রি খাতায় রুবেল তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায় উল্লেখ করেছেন। নারীর মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাবুল হোসেন বলেন, হোটেল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে সঙ্গে আসা যুবক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞিসাবাদের জন্য হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে। ওই নারীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।