Logo
Logo
×

সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

Icon

সিলেট সংবাদদাতা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

ছবি-সংগৃহীত

‘স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লেজ রয়ে গেছে। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সমগ্র দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেটে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমান বলেন, ‘যারা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে, তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ছাড়া আশপাশের যেসব দেশ নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা এখনও বসে নেই। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হলে এবং এ ধারা অব্যাহত থাকলে এ সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘চলার পথে গণতন্ত্র অনেক সময় বাধাগ্রস্ত হয়। গণতন্ত্র পুণরুদ্ধারে ১৫ বছরের বেশি সময় ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। এতে অনেক নেতা গুম-খুনের শিকার হয়েছেন।’

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার পরিকল্পনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকতে হবে। জুলাই-আগস্টের শহিদদের তালিকা করা হবে।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের আস্থা ধরে রাখতে হবে। দলীয় কর্মকাণ্ড দেখে যাতে বিএনপির প্রতি জনগণের আস্থা-ভরসা আরও বাড়ে। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।’

সকাল ১০টায় শুরু হয়ে কর্মশালাটি শেষ হয় সন্ধ্যা সোয়া ৫টায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. অধ্যাপক মওদুদ হোসেন পাভেল। এ ছাড়া কর্মশালায় বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এডভোকেট নেওয়াজ হালিমা আরলি, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন