তরুণ আইনজীবী হত্যার প্রতিবাদ
৯১ নং ওয়ার্ড সিএনজি অটোরিকশা শ্রমিকদলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
ছবি- ৯১ নং ওয়ার্ড সিএনজি অটোরিকশা শ্রমিকদলের মানববন্ধন
চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯১ নং ওয়ার্ড সিএনজি অটোরিকশা শ্রমিকদল।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর (পূরবী সিনেমা হল মোড়) কালশী রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯১ নং ওয়ার্ড সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিএনজি অটোরিকশা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাহা।
আরও উপস্থিত ছিলেন সিএনজি অটোরিকশা শ্রমিক দল ৯১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, সহ সভাপতি কবির হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মো. পলাশ শেখ, মহিলা নেত্রী রুমেলা নাজনীন, ইসমাইল হোসেন, মামুন মোল্লা, মো. রাসেল, মো. মানিক, মো. কালাম, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে আবহমানকাল থেকে একত্রে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালিযে যাচ্ছে। দেশের বাইরে বসে আওয়ামী লীগের পতিত নেতারা ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এছাড়া আমরা স্পষ্টভাবে বলতে চাই- চিন্ময় একজন রাষ্ট্রদ্রোহী। তিনি এ দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। তাকে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।