উৎপাদনে ফিরল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
ছবি-সংগৃহীত
কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে হওয়ার প্রায় এক মাস পর অবশেষে কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎকেন্দ্রটিতে দায়িত্বরত কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রটির জন্য আনা হয়েছে ৭০ হাজার টন কয়লা। জাপানের সুমিতমো করপোরেশনের সাথে চুক্তি শেষ হওয়ার পর মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান। ওই কয়লা দিয়েই উৎপাদন শুরু হয়েছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার বলেন, ‘শীতকালে বিদ্যুতের চাহিদা যেহেতু কম, তাই একটি ইউনিট চালু করা হয়েছে। চাহিদা বাড়লে জানুয়ারির দিকে উৎপাদন বাড়তে পারে। এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও অপর ইউনিট ডিসেম্বরে চালু হয়।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুমিতমো করপোরেশন কয়লার সর্বশেষ সরবরাহ দিয়েছিল গত আগস্টের মাঝামাঝি সময়ে। উৎপাদন শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে আনা হয়েছিল মোট ২২ লাখ ৫ হাজার টন কয়লা। সেই মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় ৩১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটির দুই ইউনিটেরই উৎপাদন কার্যক্রম।