Logo
Logo
×

সারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা

ছবি- শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের কার্যকরী কমিটির মিরপুর-১ শহীদ স্মৃতি সৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুর ১নম্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে একটি শোকর‍্যালী শেষে শহীদ স্মৃতি সৌধ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা খান সেলিম,  সহ সভাপতি শফিকুর রহমান,  সহ সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নূর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু,  দপ্তর সম্পাদক মো সোলায়মান, দেলোয়ার হোসেন, কাজি আল আমিন, কামরুল ইসলাম, ফয়েজুল্লাহ স্বাধীন, সিন্থিয়া মিলা, রাহিমা আক্তার মুক্তা লুৎফর বারীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান বলেন, দেশিয় কিছু হায়নার রক্তাক্ত থাবায় ১৯৭১-এ জাতি এ বীর সন্তানদের হারিয়েছে। যে উদ্দ্যেশ্য নিয়ে যারা সেদিন এ ন্যক্কারজনক হত্যাযজ্ঞ করেছিল তারা সেদিনও জাতিকে মেধাশূণ্য করতে পারেনি, আগামীতেও পারবে না। এই লাল-সবুজের পতাকা মুক্তিযুদ্ধে শহীদ জাতির এই বীর সন্তানদের আত্মত্যাগের মহিমাকে ধারণ ও বহন করে যাবে অনন্তকাল। আর আজকের তরুণরাই সুখী-সমৃদ্ধ আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়বে। 

এসময় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন