স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
ছবি-সংগৃহীত
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী এ হৃদয়বিদারক ঘটনার এলাকার শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন-কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী স্বরসতী দাশ (৬০)।
স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান শেখ জানান, তার বাল্যবন্ধু কানাইলাল দাশ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাশ (স্বরসতী দাশ) স্ট্রোক করে মারা যান। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
মৃত কানাইলাল দাশের ভাতিজা অপূর্ব দাশ বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।