Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪মার্চ) সকালে বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার এ ঘটনা ঘটে। রাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত সাওয়াল বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বলেন, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগে গতকাল সকাল ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে নেন রেজাউল। এরপর তার মোবাইল ফোন চুরির অভিযোগে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেজাউল, তাঁর স্ত্রী ও মেয়ে মিলে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করে। 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

তিনি আরও বলেন এ ঘটনায় নিহত সাওয়ালের বাবা আজিজুল হক পাঁচজনের নামে থানায় মামলা করেছেন। রাতেই মামলার এজাহারভূক্ত আসামী রেজাউল, তাঁর স্ত্রী সানু ও মেয়ে আশাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন