Logo
Logo
×

সারাদেশ

সোনাগাজীতে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

Icon

ফেনী সংবাদদাতা

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

সোনাগাজীতে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

ছবি-সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে জনস্বার্থবিরোধী বীজভান্ডার প্রকল্পের জন্য ৫৭১ একর তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী পরিবেশ ও মানবাধিকার ফোরামের সভাপতি সার্জেন্ট (অব.) মহিন উদ্দিন, মাঈন উদ্দিন-নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাঈন উদ্দিনসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ। 

পরে উপস্থিত স্থানীয় কৃষকদের পক্ষে মোহাম্মদ মাহফুজুল হক, মো. ইব্রাহিম, মো. নূরউদ্দিন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চর দরবেশ গ্রামের শতকরা ৮০-৯০ জন কৃষক। তাই পরিবারগুলো কৃষির ওপর নির্ভরশীল। সোনাগাজীতে বিভিন্ন সময় নানা প্রকল্পের নামে-বেনামে শত শত একর ফসলি জমি দখল হয়েছে, ধীরে ধীরে সোনাগাজী উপজেলা কৃষিজমি শূন্য হয়ে যাচ্ছে। ২০২৩ সালের ৮ অক্টোবর সাবেক সরকারের কয়েকজন পাতি নেতা টাকা-পয়সা খেয়ে দক্ষিণ-পশ্চিম চর দরবেশ গ্রামের ৯৩-৯৪নং মৌজার প্রায় ৫৮৮.৪৬০ একর জমি বীজভান্ডার খামার প্রকল্প নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন কর্তৃক প্রস্তাবিত। যেটি তিন ফসলি জমি। কৃষি উন্নয়ন প্রকল্পে এই প্রস্তাবনার বিরুদ্ধে সাধারণ কৃষকরা কয়েকবার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। 

মাঈন উদ্দিন-নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাঈন উদ্দিন বলেন, সরকারের যদি সুযোগ থাকে, তাহলে যেন এই প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়। স্থানীয় কৃষক সুলতান আহমেদ বলেন, এখানে ৮০০ একর ভূমি রয়েছে, এর মধ্যে যদি ৫৭১ একর ভূমি নিয়ে বীজবর্ধন খামারের জন্য নিয়ে নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে না।

কৃষানি খোদেজা বেগম বলেন, আমরা চাষবাস করে খাই। আমরা গরিব পরিবার, আমাদেরকে যদি এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, তাহলে কোথায় যাব। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন