Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু

Icon

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুরোহিতপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০) ও নগরীর কেওয়াটখালী এলাকার আজগর আলী বাবুলের ছেলে আবির হোসেন (১৯)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি জিগাতলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। 

তিনি বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন