Logo
Logo
×

সারাদেশ

মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

Icon

নেত্রকোনা সংবাদদাতা

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:৫১ পিএম

মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

নেত্রকোনার মদনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে সজিব (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামের আশিক মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের কিশোরগঞ্জের  তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে মদন থানা পুলিশ।

আটককৃতরা হলেন-পশ্চিম ফতেপুর গ্রামের চান মিয়া, আনছু মিয়া, মল্লিক এবং দেওসহিলা গ্রামের ওয়াকিব ও শামছুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডুবায় একই গ্রামের আনছু মিয়া তার লোকজন নিয়ে জোর পূর্বক মাছ ধরতে যায়। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় টেঁটার আঘাতে সজিব নিহত হয়। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজিব নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। 


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন