মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:৫১ পিএম
নেত্রকোনার মদনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে সজিব (১০) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামের আশিক মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে মদন থানা পুলিশ।
আটককৃতরা হলেন-পশ্চিম ফতেপুর গ্রামের চান মিয়া, আনছু মিয়া, মল্লিক এবং দেওসহিলা গ্রামের ওয়াকিব ও শামছুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডুবায় একই গ্রামের আনছু মিয়া তার লোকজন নিয়ে জোর পূর্বক মাছ ধরতে যায়। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় টেঁটার আঘাতে সজিব নিহত হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজিব নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।