দিনাজপুরের স্বপ্নপুরী থেকে ৪৮ বন্যপ্রাণী উদ্ধার

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

ছবি-সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে বন্দি রাখা বন্যপ্রাণী উদ্ধারে দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বুধবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিনভর দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে অভিযান শেষে প্রাণীগুলোকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
অসীম কুমার মল্লিক জানান, গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসকল প্রাণীর পক্ষে বৈধ কাগজ দেখাতে না পারায় আজ এই অভিযান পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপের অভিযানে অবশিষ্ট ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে পাঁচটি ভালুক, পাঁচটি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, পাঁচটি রাজধনেশ, দুইটি শজারু ও একটি ভোদর।
তিনি আরও জানান, বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য সাফারি পার্ক, গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হবে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।