Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

Icon

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

ছবি-সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাত ও ফ্লাই ওভার ব্রীজের নিচে গড়ে উঠা অবৈধ দোকান-পাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে নাওজোর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার সফিপুর বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটপাত ও ফ্লাই ওভারের নিচে অবৈধ ভাবে দোকান-পাট গড়ে তোলে।একাধিক বার তাদের নিজ উদ্যোগে দোকানপাট সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা কোনো গুরুত্ব না দেওয়ায় নাওজোর হাইওয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সকল দোকান উচ্ছেদ করে।এসময় প্রায় শতাধীক দোকান-পাট উচ্ছেদ করা হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, একটি অসাধু মহল ফুটপাত ও ফ্লাই ওভারের নিচে দোকান বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দোকানপাট গুলো উচ্ছেদ করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন