গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম
প্রতিকী ছবি
গাজীপুরের কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ আগুনে দগ্ধ ৩৬ জনের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন।
রবিবার (১৭মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুল ইসলাম (৩৫) ও মইদুল (৩০)।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আরিফুলের শরীরের ৭০ শতাংশ ও মইদুলের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
আরিফুলের ভাই মজনু জানান, কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং পরিবার নিয়ে সেখানেই থাকতেন আরিফুল। তাদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে।
মইদুলের ভাগিনা মো. আকাশ জানান, মইদুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের বেড়াখোলা গ্রামে। কালিয়াকৈরে একটি গোডাউনের দায়িত্বে ছিলেন তিনি।
এর আগে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলেমান মোল্লা (৪৫)। শনিবার সন্ধ্যায় দগ্ধ তাইয়েবার (৩) মৃত্যু হয় এবং একই দিন ভোরের দিকে মারা যান মনসুর আলী (৩২)।
কালিয়াকৈরের কোনাবাড়ি টেলি শালা টপস্টার এলাকায় গত বুধবার এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৬ জন দগ্ধ হন।