Logo
Logo
×

সারাদেশ

রংপুরে ভুট্টাক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

Icon

রংপুর সংবাদদাতা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

রংপুরে ভুট্টাক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

প্রতীকী ছবি

রংপুরে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির মুখ পোড়া ও হাত বিচ্ছিন্ন ছিল। গতকাল শুক্রবার সকালে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে শরীরে আগুন দিয়ে মুখ পুড়িয়ে লাশটি রেখে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। রাতে শিয়াল ওই লাশের একটি হাত ছিঁড়ে নিয়ে যায়। গতকাল সকালে লাশটি ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার পর লাশ গুম করা উদ্দেশ্যে আগুন ধরিয়ে দিলে মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন