Logo
Logo
×

সারাদেশ

পল্লবীতে যুবদলের শিক্ষা উপকরণ বিতরণ

Icon

মো. সোলায়মান

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

পল্লবীতে যুবদলের শিক্ষা উপকরণ বিতরণ

ছবি-পল্লবীতে যুবদলের শিক্ষা উপকরণ বিতরণকালে আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর, পল্লবী থানা ৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ৪ শতাধিক খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ ) বেলা ১১টায় পল্লবী কালশী সাংবাদিক প্লট এলাকায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান,পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম,৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব মো: রিয়াজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ৪ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কলম,খাতা প্রদান করা হয়।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন