Logo
Logo
×

সারাদেশ

নিমসার বাজারে রসিদ ছাড়া সবজি বেচাকেনা নয়

Icon

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

নিমসার বাজারে রসিদ ছাড়া সবজি বেচাকেনা নয়

ছবি-সংগৃহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এখন থেকে রসিদের মাধ্যমে সর্বপ্রকার সবজি বেচাকেনা করতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার।

মঙ্গলবার (৪মার্চ) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজারের সব আড়তদারের সঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ইউএনও বলেন, এলাকার বাজারগুলোতে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেয়। অভিযান পরিচালনা করতে গেলে তারা মূল্যবৃদ্ধির কারণ হিসেবে নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ী বা আড়তদারদের দায়ী করেন। খুচরা ব্যবসায়ীরা বলেন, ‘নিমসার বাজারের পাইকারি ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দেয় এবং বিক্রির কোনো রসিদ দেয় না।’ ফলে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।

সাহিদা আক্তার বলেন, এখন থেকে পাইকারি ব্যবসায়ীরা সবজি বিক্রির ক্ষেত্রে সব খুচরা ব্যবসায়ীকে রসিদ প্রদান করবেন এবং ওই রসিদের মাধ্যমে পরবর্তীতে খুচরা ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ করা হবে।

এ ছাড়া দ্রব্যমূল্য সহনশীল রাখা এবং মহাসড়কে সবজির গাড়ি রেখে যানজট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেনÑ মোকাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান মাসুক, ইউপি সদস্য অহিদ মেম্বার, মো. আবাদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আলম মেম্বার, জাকির মেম্বার, ভাই ভাই বাণিজ্যালয় প্রতিনিধি বিল্লাল হোসেন, যশোর বাণিজ্যালয় প্রতিনিধি হারুনুর রশিদ, ময়নামতি বাণিজ্যালয় প্রতিনিধি আবুল কাশেম, বন্ধু বাণিজ্যালয় প্রতিনিধি মিন্টু মিয়া, সবুজ বাণিজ্যালয় প্রতিনিধি মো. পিন্টু, চিশতিয়া বাণিজ্যালয় প্রতিনিধি ইকবাল হোসেনসহ আরও অনেকে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন