Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫

Icon

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫

ছবি-সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে ওই কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (৫মার্চ) সকাল ১০টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অবস্থিত তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন