Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুরে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় নাগরিককে ফেরত

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম

দৌলতপুরে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় নাগরিককে ফেরত

ছবি-সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আবু সাইদ (৫৫) এবং কানু হালদার (৫৫) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিএসএফ-এর অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়।

বুধবার (৫মার্চ) দুপুরে কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা আলিমডোবা মাঠ এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃতরা ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গি থানার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুলবশত সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই ও বিএসএফ-এর অনুরোধে মানবিক বিবেচনায় গতকাল সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের মাধ্যমে আটককৃতদের ভারতে ফেরত পাঠানো হয়।

এ সময় বিজিবির পক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিএসএফ-এর নিকট হস্তান্তর করা হয়।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন