Logo
Logo
×

সারাদেশ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান অভিযান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান অভিযান

ছবি-সংগৃহীত

রাজধানীর মিরপুর বিআরটিএ দালালমুক্ত রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে বিআরটিএ প্রধান কার্যালয়ের নির্দেশে বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল্লাহ নেতৃত্বে মিরপুর বিআরটিএ এবং পাশ্ববর্তী এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান (আদালত -৩) এবং মোহাম্মদ সাজিদ আনোয়ার ( আদালত-৬)।

এ সময় দালাল সন্দেহে  প্রাথমিকভাবে ১৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মোট ১২ জনের প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. আসাদুল ইসলাম, ইয়াসিন ইসলাম ইমন, মাসুদ রানা, মো. সুজন, মো. সবুজ কবিরাজ, ইমরান হোসেন, মিন্টু, মো. জহির, আশিক, আবুল কাশেম, মো. নাজমুল, মো. বেল্লাল। 

অভিযানকালে ম্যাজিস্ট্রেদ্বয় জানান, বিআরটিএ এলাকা দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন