রূপনগরে চাঁদা না পেয়ে ঠিকাদারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরে রূপনগরে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নিজাম নামে এক ঠিকাদারের ওপর সদলবলে হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবারের এ হামলার জেরে আহত ঠিকাদার নিজাম গত মঙ্গলবার রাতে ১০ জনের নাম উল্লেখ ছাড়াও ২২ জনের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৬ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শফিককে।
মামলার এজাহারে নিজাম উল্লেখ করেন, তিনি সপরিবারে রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় বসবাস করেন। রাজমিস্ত্রী সরদার হিসাবে কন্ট্রাকে বিভিন্ন জায়গায় শ্রমিক দিয়ে কাজ করান তিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শফিক ও তার অনুসারী মো. সোহেল এলাকার প্রভাব বিস্তার করে বিভিন্ন সময় নিজামের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তারা নিজামকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতো। সম্প্রতি রূপনগর থানাধীন দুয়ারীপাড়া খ-ব্লকের ১ নম্বর সড়কে একটি খালি প্লটের বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজের জন্য চুক্তিবদ্ধ হয়ে গত ১৪ মার্চ দুপুরে ৪ জন শ্রমিকসহ ওই প্লটে কাজ করছিলেন তিনি। এ সময় চাঁদার দাবীতে অভিযুক্ত মো. শফিক, সোহেল, আলাউদ্দিন, ইউসুফ, ইয়াছিন, আলাউদ্দিন-২, সহিজল, ইউসুফ-২, আইজল ও মো. পারভেজসহ অজ্ঞাতনামা ১০-১২ জন দুর্বৃত্ত তাদের কাজে বাধা দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা ঠিকাদার নিজামকে এলোপাথারী পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
রুপনগর থানার ওসি মোকাম্মেল জানায়,
ঠিকাদারের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।