ধানমন্ডিতে আ.লীগের মিছিল, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

ছবি-সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (২১মার্চ ) ধানমন্ডির ২৭ নম্বরে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন— যুব মহিলা লীগের সদস্য লাবনী, আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ছাত্র-জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে।এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।