ছবি-ঘাতক ট্রাকের নীচে পিষ্ট আবিরের সাইকেল
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকায় সকালে বাড়ি থেকে কোচিং পড়তে গেলেও বাড়ি ফেরা হলো না শিশু আবিরের। বালুবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছে সে।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার রাঙামাটি গ্রামে ঘটেছে।
নিহত শিশু আবির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি গ্রামের শাহেন শাহ মন্ডলের ছেলে ও স্থানীয় স্বপ্ন সোপান কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, শিশু আবির বাড়ির পাশে অবস্থিত একটি কোচিংয়ে পড়ার জন্য সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর কোচিংয়ে পড়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক বালু নামিয়ে দিয়ে পেছন দিকে আসতে থাকে। এসময় ট্রাকের হেলপার না থাকায় শিশু আবিরের গায়ের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিশু আবির নিহত হয়েছে। এবিয়ে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।