আদমদীঘিতে ওসির বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম

ছবি-সংগৃহীত
বগুড়া জেলার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। গত বৃহস্পতিবার (২০ মার্চ) ওসির অপসারণে রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার একাধিক বিএনপি নেতা।
অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি থানায়
গত কয়েকমাস আগে এসএম মোস্তাফিজুর রহমান ওসি হিসাবে যোগদান করেন। অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা
কোন অভিযোগ দিলে সেটার কোন সুরাহা না করা, কোন বিষয়ে গুরুত্ব না দেওয়া সহ আইনগত সেবায়
হয়রানি ও ভোগান্তি পোহাতে হয় জনসাধারণের। গত ২৪ ফেব্রুয়ারীও বগুড়া জেলা পুলিশ সুপার
বরাবর ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর
রহমান একটি লিখিত অভিযোগ দেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ
কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। যার দৃশ্যমান কোন উদ্ধারকাজ ও তৎপরতা নেই পুলিশের। সম্প্রতি
কদমা গ্রামে গত সোমবার (৩ মার্চ) রাতে কৃষকদের চারটি গরু চুরির ঘটনায় এলাকায় ব্যাপক
আতঙ্ক সৃষ্টি করে।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান ছুটিতে থাকায় তার মোবাইলফোনে যোগাযোগ না হওয়ায়
বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ
শাহজাহান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা
হবে।