Logo
Logo
×

সারাদেশ

সিলেটে পিকআপ-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

Icon

সিলেট সংবাদদাতা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১০:৪৮ পিএম

সিলেটে পিকআপ-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

ছবি-সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের।

সোমবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্দ পাত্রের স্ত্রী সাবিতি পাত্র, কৃষ্ণ পাত্রের স্ত্রী সুষ্মিতা পাত্র, সুকেন্দু পাত্রের ছেলে ঋতু পাত্র।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি নিহতের স্বজনদের বরাতে জানান, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখলেও প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন। অবরোধের কারণে কিছু সময় সড়কে যোগাযোগ বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন