Logo
Logo
×

সারাদেশ

নাটোরে বিএনপির কমিটি থেকে নাম প্রত্যাহারে প্রতিবাদ

Icon

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:৪৭ পিএম

নাটোরে বিএনপির কমিটি থেকে নাম প্রত্যাহারে প্রতিবাদ

ছবি-সংগৃহীত

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার পর প্রত্যাহারের ঘটনায় জেলার কয়েকটি পৃথক স্থানে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

গত বুধবার সন্ধ্যায় সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরে নাটোরের দিঘাপতিয়া, দত্তপাড়া, কাফুরিয়া এবং বড়াইগ্রাম  উপজেলার বনপাড়াসহ ৯টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শত শত বিএনপি নেতাকর্মী।

এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগি ও নিবেদিত প্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। তবে ৩০ ঘন্টার পর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অপর এক চিঠিতে গঠিত কমিটি থেকে এহাই তালুকদার ডালিম, রাসেল আহম্মেদ রনি, ফয়সাল আহম্মেদ আবুল, শামসুল ইসলাম রনি, সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয়। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন