উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান, লিঙ্গ সমতা, ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম পরিদর্শনে সুইডেনের রাজকন্যা ক্রাউন ভিক্টোরিয়া এখন খুলনার উপকূলীয় উপজেলা কয়রায়।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে তৈরী করা অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন।
জানা গেছে, তিনি পর্যায়ক্রমে মহেশ্বরীপুর ইউন্নি পরিষদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও মদিনাবাদ ডিজিটাল পোস্ট অফিসসহ ছয়টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে আসবেন। সেখানে করা হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন।
সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুইটি এলাকা পরিদর্শন করবেন ও ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করবেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপলক্ষ্যে ৫০০ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।