চট্টগ্রামের জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ১০

চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি-সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া অংশে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চার জন পুরুষ, পাঁচ জন নারী ও একজন মেয়ে শিশু রয়েছে। এছাড়া, আহত আরো দুজন পুরুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা আটজনের মরদেহ পেয়েছি। এরমধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও একজন মেয়ে শিশু। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।'
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক টিবিএসকে বলেন, 'লোহাগাড়া দুর্ঘটনায় আহত মোট চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারীকে মারা গেছেন। দুজন পুরুষ চিকিৎসাধীন আছেন।'
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মাইক্রোবাসটিতে ঢাকার মেট্রো নম্বর প্লেট ছিল। তিনি বলেন, 'আমরা মনে করি এটি ঢাকার। যাত্রীরাও ঢাকার হতে পারে।'
এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় একই স্থানে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল। পরের দিন (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় এবং তিনজন আহত হয়।
একই স্থানে বারবার দুর্ঘটনা কেন ঘটছে এমন প্রশ্নের জবাবে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, 'দুর্ঘটনার স্থানে একটি হালকা বাঁক রয়েছে। এখানে একটি হালকা ঢালও রয়েছে। এটি সম্ভবত যানবাহনগুলোর গতি বাড়িয়ে দেয়।'
তিনি বলেন, 'অনেক চালক এই স্থানে পৌঁছালে তাদের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।'