ব্যবসায়ীকে তুলে নেওয়া সেই ডিবির এসআই ক্লোজড

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

ছবি-সংগৃহীত
ব্যবসায়ীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে ২ লাখ টাকায় রফাদফা করে ছেড়ে দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) এসআই দেলোয়ার হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও আপসকারী প্রশাসনের কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না। এসআই দেলোয়ার হোসেনের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অন্যরা জড়িত রয়েছে কি না এ বিষয়েও তদন্ত চলমান রয়েছে। প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার বিকাল ভৈরবের মানিকদী বাজারের মুদি দোকানি ব্যবসায়ী আমির হোসেনের বুকে শটগান ঠেকিয়ে করে তুলে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থা ও জানাজানি হলে বিষয়টি পুলিশ সুপার অবগত হন। রাতেই তিনি তদন্ত কমিটি গঠন করেন। পরে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমির হোসেন বলেন, আমাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে বুকে অস্ত্র ঠেকিয়ে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। আমার কাছে প্রথমে ৫ লাখ টাকা দাবি করে। পরে টাকা দিতে না চাইলে মাদক মামলার ভয় দেখিয়ে মারধর করে ৫ ঘণ্টা আটকে রাখে। অবশেষে আত্মীয়ের মাধ্যমে ১ লাখ ৯৩ হাজার টাকা ডিবি পুলিশকে দিয়ে ছাড়া পাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার চাই।
আমির হোসেনের আত্মীয় জামাল মিয়া বরেন, আমি নিজে এসআই দেলোয়ার ও কনস্টেবল ইসমাইলকে ১ লাখ ৯৩ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে এনেছি। অভিযুক্ত এসআই দেলোয়ারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।