Logo
Logo
×

সারাদেশ

চাদাবাজির অভিযোগে বসুমতির পরিচালকের মামলা

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০৩ এএম

চাদাবাজির অভিযোগে বসুমতির পরিচালকের মামলা

প্রতীকী ছবি

সন্ত্রাসি, চাদাবাজি, জবরদখল, মানহানিকর পোস্টার সাটানোর প্রতিবাদে এবার ৪জনের বিরুদ্ধে মামলা করল বসুমতি পরিবহনের এক পরিচালক। গত তারিখ ২৬ মার্চ ও ২৮ মার্চ ঢাকা সিএমএম কোর্টে সৈয়দ কামরুল হক দুলাল বসুমতি পরিবহনের পক্ষে মামলাটি দায়ের করেন। (মামলা নং-৩২৩/২৫  ও ৩২৭/২৫)।

মামলার আসামীরা হলেন- একই পরিবহনের বাস মালিক আব্দুল্লাহ আল মামুন, নূরুল হুদা, হাফিজুল ইসলাম, আমিরুল হক মল্লিক।

মামলার নথি সূত্রে জানাযায়,  ৮মার্চ বিকালে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন, নূরুল হুদা, হাফিজুল ইসলাম, আমিরুল হক মল্লিক রাজধানীর মিরপুর সাড়ে এগারো রংধনূ কমপ্লেক্স এ অবস্থিত বসুমতি পরিবহনের অফিসে ঢুকে নিজেদের গাড়ী গুলোকে ভিআইপি মর্যদায় পরিচালনার সুবিধা দাবি করেন। দাবি মানা না হলে এককালীন তিন লাখ টাকা এবং মাসিক পঞ্চাশ হাজার টাকা চাদা দাবি করেন। তাদের দাবিকৃত চাদা না দেওয়া হলে ছাত্রজনতার আন্দোলনে নিহত যেকোন একটি মামলায় বর্তমান পরিচালকদের নাম ঢুকে দেওয়ার হুমকি প্রদান করেন। এতেও কোন কাজ না হওয়ায় গত ১৫মার্চ রাতে বসুমতি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও মামলার বাদীসহ আরেকজন পরিচালকের ছবি দিয়ে মানহানিকর পোস্টার মিরপুরের অলিগলিতে সাটায় অভিযুক্তরা।

এবিষয়ে ঘটনার পর পরই বসুমতি পরিবহনের পরিচালদের পক্ষে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যার পরিপ্রেক্ষিতে ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধি আইনের ৩৮৫/৩৮৬/৫০৬/১০৯ ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে। 

এবিষয়ে মামলার স্বাক্ষী বসুমতি পরিবহনের পরিচালক জসিম উদ্দিন বলেন, দায়েরকৃত আবেদনের বিষয়টি সম্পূর্ণ সত্য যাহা অধিকতর তদন্তে অবশ্যই প্রমানিত হবে। একইসাথে আবেদনকারী বিজ্ঞ আদালতে সুবিচার পাবেন বলে আশাকরি।




 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন