ঢাকায় ফিরেই স্ত্রীকে তালাক দিবেন হিরো আলম

বগুড়া সংবাদদাতা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম

ছবি-সংগৃহীত
বগুড়া থেকে ঢাকায় ফিরেই স্ত্রী রিয়ামনিকে ডিভোর্স দিবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে এক মাস ধরে তিনি লড়াই করলেও রিয়ামনি এক দিনও খোঁজ নিতে আসেনি, এমনকি বাবার মৃত্যুর পর লাশও দেখতে আসেনি।
গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়ামনিকে বয়কটের ঘোষণা দেন হিরো আলম।
এরপর রিয়া গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দায়ী করলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ২০১৭ সালে আমার প্রথম স্ত্রী আমার বিরুদ্ধে মামলা করায় সেই সংসার ভেঙে যায়। ২০২২ সালে দ্বিতীয় বিয়েও টেকে না। এরপর রিয়ামনির সঙ্গে পরিচয় পরে আমরা বিয়ে করি। বিয়ের পর থেকে বিভিন্ন সময় না জানিয়ে রিয়া অন্যদের সঙ্গে কনটেন্ট করেছে। আমি বারবার নিষেধ করার পরও সে শোনেনি। সর্বশেষ আমি যখন বাবার সঙ্গে হাসপাতালে ব্যস্ত, তখন রিয়া অন্য ছেলেদের সঙ্গে শুটিং করে সেটা ফেসবুকে পোস্ট করেছে। বাবার মৃত্যুর পরও সে বা তার পরিবার কেউই সামনে আসেনি।
হিরো আলম বলেন, ‘রিয়া গণমাধ্যমে আমাকে নিয়ে যেসব কথা বলেছে সেগুলো মানহানিকর। এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় গিয়ে তাকে তালাক দেব। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই।’
এ বিষয়ে রিয়ামনির বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।