Logo
Logo
×

সারাদেশ

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল ভারত

Icon

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পিএম

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল ভারত

ছবি সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল আলমের লাশ প্রায় ৩৬ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয় বিএসএফ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসিবুল আলম হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত বুধবার দুপুরে মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব পিলার ছয় এস-এর কাছে হাসিবুল গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে যায়। রাতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

লাশ ফেরত পাওয়ার পর গভীর রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন