Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় বাসের চাপায় দুই জন নিহত

Icon

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

চুয়াডাঙ্গায় বাসের চাপায় দুই জন নিহত

ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গায় বাসের চাপায় পাখিভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস নয়মাইল বাজার এলাকায় একটি পাখিভ্যানকে চাপা দেয়।  এতে ভ্যানের যাত্রী আবদুর রাজ্জাক ও সরোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

আবদুর রাজ্জাকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে এবং সরোয়ার হোসেনের বাড়ি মোহম্মাদ জুম্মা গ্রামে। তারা সরোজগঞ্জ বাজারে চাল ও সবজির ব্যবসা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন