মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে নওগাঁ সদর থানার রামরায়পুর এলাকার আড়ারাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) সকালে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেনÑ নান্টু ও খোকন মিয়া। এর আগে গত বুধবার রাত ১০টার দিকে গ্রেপ্তার নান্টুর নেতৃত্বে একদল বখাটে আকরাম আলীকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকরামের মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে গত বুধবার সকালে প্রাইভেট পড়ে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে অটোরিকশা থেকে নেমে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে নান্টু তাকে উত্ত্যক্ত করে। এরপর সে বাড়িতে এসে বিষয়টি তার মা-বাবাকে জানায়। বাবা আকরাম বিষয়টি প্রতিবেশী নান্টুর মা-বাবাকে জানান। এতে নান্টু ক্ষিপ্ত হন। এরপর ওই দিন রাত ১০টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করেন নান্টু। এ সময় বাবা আকরাম ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে নান্টুর দলবল। একপর্যায়ে ইট দিয়ে আকরামের মাথার পেছনে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাবার মরদেহ হাসপাতালের মর্গে রেখে পরিবারের অনুরোধে ওই মেয়ে বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষা দিতে যায়।
পরে নিহত আকরাম আলীর ছেলে ইমাম হাসান অনন্ত নগরের বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নামসহ অজ্ঞাতপরিচয়ের অন্তত ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ বলেন, ঘটনার পরই নান্টু ও খোকন একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। নিয়ম অনুযায়ী, তাদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।