তুচ্ছ ঘটনায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম

নিহত বিপুল।
বসার জন্য বাঁশের মাচা বানানোর মতো তুচ্ছ একটি বিষয় নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল (৪০) নামে যুবদলের এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেনÑ তারিকুল, রেজা, সাদ্দামসহ মাদক ব্যবসায় জড়িত কয়েকজন আওয়ামী লীগ কর্মী।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পৌর শহরের ইসলামপুর (রামবাড়ী) মহল্লায় এই ঘটনা ঘটে। দুই সন্তানের বাবা নিহত বিপুল। তিনি ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছোট ছেলে। পেশায় কাপড় ব্যবসায়ী। অভিযুক্তরা একই মহল্লার আওয়ামী লীগ নেতা মফিজের ছেলে, ভাতিজা ও তাদের লোকজন।
জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক নিহত বিপুলের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করতেন। এই ঘটনা প্রতিরোধে সেখানে এলাকাবাসীর বসার জন্য বিপুল একটি বাঁশের মাচা তৈরি করে দেন। এতেই তার ওপর ক্ষিপ্ত হন তারা।
নিহত বিপুলের ভাই হাজী নুরুজ্জামান বলেন, ‘বিপুল বিএনপি করে। এ কারণে আওয়ামী লীগ নেতা মফিজের ছেলে সাদ্দাম তাকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি বসার মাচা বানানোকে কেন্দ্র করে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে বিপুল বাড়ির সামনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় আচমকা বগা মেম্বারের ছেলে শহিদুলের নির্দেশে সাদ্দাম, তারিকুল, রেজা, রুবেল ও রাজিবের নেতৃত্বে ২০-২৫ সন্ত্রাসী তার ওপরে হামলা চালায়। তারা হাসুয়া দিয়ে বিপুলের পায়ে কোপ দেয় এবং হাতুড়ি ও পাইপ দিয়ে পেটাতে থাকে।’
বিপুলের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচতে বিপুল বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাকে সন্ত্রাসীরা টেনে-হিঁচড়ে বাইরে বের করে পেটাতে থাকে। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপরও হামলা করা হয়। মুমূর্ষু অবস্থায় বিপুলকে হাসপাতালে নিয়ে যেতে সন্ত্রাসীরা বাধা দেয়।’
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আহত বিপুলকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিপুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শাহজাদপুর থানার ওসি আছলাম আলীর নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়।
এই বিষয়ে ওসি আছলাম আলী বলেন, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিপুলের ওপরে হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’