ব্যারাকের শৌচাগারে ঝুলছিল কনস্টেবলের লাশ

রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। রবিবার (২০ এপ্রিল০ সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য তিনি গত ১৪ এপ্রিল তদন্ত কেন্দ্র থেকে আসেন। হাসপাতালে আসার পর তিনি জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে থাকতেন। তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি পুলিশে যোগ দেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মাসুদ রানার পারিবারিক সমস্যা ছিল। স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।’
রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘মাসুদ রানার পরনের প্যান্ট খুলে শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে আটকিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছিল।রাতের কোনো এক সময় মাসুদ আত্মহত্যা করেছেন। সকালে তার লাশ পাওয়া যায়। কী কারণে আত্মহত্যা করেছেন সেটা বলতে পারছি না। এটা তদন্তের পর বলা যাবে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।