Logo
Logo
×

সারাদেশ

ব্যাংকের অফিসার পরিচয়ে প্রতারণা, ৪ প্রতারক গ্রেপ্তার

Icon

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম

ব্যাংকের অফিসার পরিচয়ে প্রতারণা, ৪ প্রতারক গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) ভোরে ফরিদপুরের ভাঙ্গার কালা মৃধা ইউনিয়নের দুলকুন্ড (দোলকুন্ডি) গ্রামের মান্নান বেপারীর ছেলে মো. পান্নু বেপারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ ভাঙ্গা উপজেলার কালা মৃধার দুলকুন্ড গ্রামের পান্নু বেপারী, উতলি (পাতরাইল দিঘিরপাড়) এলাকার রাজু মাতুব্বর, মো. সাজু মাতব্বর, মো. মাসুদ তালুকদার। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১৬টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড উদ্ধার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, গত ১৬ এপ্রিল দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর দাসপাড়া গ্রামের প্রতিভা রানী দাসের মোবাইলে কয়েকবার ফোন আসে। কলগুলো রিসিভ করলে অজ্ঞাত ব্যক্তি নিজেকে সোনালী ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেন। ওই দিনই বিকালে অন্য এক অজ্ঞাত ব্যক্তি কয়েকবার কল করে তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের নমিনী সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করেন এবং এনআইডি ও ছবি চায়। পরে তার মোবাইল নম্বরে ওটিপি আসবে বলে জানায়। কিছু সময় পর একাধিক ওটিপি মোবাইল আসে। প্রতিভা রানী দাস সোনালী ব্যাংকের কর্মকর্তা ভেবে ওটিপি কোডগুলো তাদের জানিয়ে দেন। এই সুযোগে প্রতিভা রানীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আট লাখ টাকা আত্মসাৎ করেন প্রতারকরা। এ ঘটনায় গত ১৮ এপ্রিল বালিয়াকান্দি থানায় মামলা করেন প্রতিভা রানী।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের ব্যবহৃত মোবাইল নম্বরের লোকেশন নিশ্চিত করা হয়। পরে গত শনিবার ভোর সাড়ে ৪টার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মো. পান্নু বেপারীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামি পান্নু বেপারী, রাজু মাতুব্বর, তার ভাই সাজু মাতব্বর ও মাসুদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। আসামিরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মোবাইলে নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাৎ করে থাকে। গতকাল আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন