রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:১০ পিএম

নিহত মানিক আবদুল্লাহ।
চট্টগ্রামের রাউজানে রাতে ভাত খাওয়ার সময় মানিক আবদুল্লাহ নামের এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক উল্লিখিত এলাকার আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে দেশে আসেন। স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক।
পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক দেশে ফেরার পর স্ত্রী, ১০ বছর বয়সি ১ ছেলে ও ৫ বছরের মেয়ে নিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় ভাড়ায় থাকতেন। স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারী কলোনির ওই বাসাটিতে ভাত খেতেন। গত শনিবার রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি ওই বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় বাসাটিতে ঢুকে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। তার শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যার পর সন্ত্রাসীরা অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।