Logo
Logo
×

সারাদেশ

অন্তর্বর্তী সরকারের হাতে আ.লীগের রাজনীতির ভবিষ্যৎ : রিজভী

Icon

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের হাতে আ.লীগের রাজনীতির ভবিষ্যৎ : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে এখন প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্র, তাই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির দায়িত্বও তাদেরই। তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষ আপনাদের সমর্থন দিয়েছে। কিন্তু আইনগতভাবে এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে সমাজের তৃণমূলে লুকিয়ে আছে। তাদের হাতে রয়েছে পেট্রোল ও অস্ত্র কেনার টাকা। এখন তাদের দমন করার জন্য কী ধরনের আইন প্রণয়ন করবেন, তা জনগণের কাছে স্পষ্ট করা উচিত। প্রশাসন যেহেতু এখন অন্তর্বর্তী সরকারের হাতে, তাহলে এই দায়িত্বও তাদেরই।

তিনি আরও বলেন, যারা ১৫ বছর শেখ হাসিনার পেছনে থেকে ব্যাংক লুট ও অর্থ পাচার করেছে, তারা আজ জনতার ভেতর কোথায় লুকিয়ে আছে, তা খুঁজে বের করতে না পারলে এই সরকার ব্যর্থ হিসেবে বিবেচিত হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, যুবদলের তুহিনুর রহমান তুহিন, ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ অন্যান্য নেতাকর্মী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষকে ১ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেন নেতারা।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন