পটুয়াখালীর তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর পটুশাখালীর কলাপাড়ার আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। গতকাল রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কলাপাড়া ও আমতলী ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের তিনটি ইউনিট, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
কলাপাড়া থানার ওসি জানান, আরএনসিএল বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপে আগুন লেগেছে। আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে না, বাইরের পরিত্যক্ত স্ক্র্যাপে আগুন লেগেছে। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
আগুন লাগার কারণ জানতে তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।