মসজিদ কমিটি গঠনের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
যশোর সংবাদদাতা
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
প্রেস ব্রিফিংকালে গ্রেপ্তারকৃত আসামীরা
মসজিদের
কমিটি গঠন ও এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোর সদর
উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিমুলকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
শনিবার
(২২ মার্চ) সকালে এক ব্রিফিংয়ে এ
তথ্য জানানো হয়েছে।
এঘটনায়
হত্যায় জড়িত দুই জনকে
গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে
ঢাকা থেকে তাদের গ্রেপ্তার
করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)
যশোরের সদস্যরা। এরপর রাতে তাদের
সঙ্গে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারতরা
হলেন- যশোর সদরের গোবিলা
গ্রামের জমির হোসেনের ছেলে
বুলবুল হোসেন (৫০) ও হযরত
আলীর ছেলে নাইম ইসলাম
(৩৫)।
পিবিআই
যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন
জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার
দিকে গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন
শিমুল। পথিমধ্যে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ
করেন। এরপর শিমুলকে তারা
এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে
যান। চিৎকার শুনে আশপাশের লোকজন
ও তার পরিবারের সদস্যরা
এগিয়ে এসে তাকে যশোর
জেনারেল হাসপাতালে নিলে মারা যান।
তিনি
বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার
করে তাদের শনাক্তের পর শুক্রবার সকালে
ঢাকার আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা
হয়। আটকরা জানিয়েছে, মসজিদের কমিটি গঠন ও এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড
ঘটানো হয়েছে।
আজ তাদের শিমুল হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে
সোপর্দ করা হবে বলেও
জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।