
ছবি-সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যা করে লাশ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা খালে ময়লা ফেলতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ওই নারীর শরীরে লাল ও খয়রী রঙয়ের মেক্সি পরিহিত ছিল।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ‘লাশটি উদ্ধার করে লাশের সুরাহতল শেষে ময়নাতদন্তর জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’