Logo
Logo
×

সারাদেশ

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধের সুপারিশ বাংলাদেশ কৃষক ফেডারেশনের

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:০৭ পিএম

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধের সুপারিশ বাংলাদেশ কৃষক ফেডারেশনের

ছবি-সংগৃহীত

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধসহ ১২ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ কৃষক ফেডারেশন আয়োজিত কৃষি ও ভূমি সংস্কারবিষয়ক জাতীয় সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থাপিত সুপারিশের মধ্যে রয়েছে—প্রকৃত ভূমিহীনের মধ্যে খাসজমি বিতরণ করা, সমন্বিত ভূমি ও কৃষি সংস্কার করা, খাসজমির অবৈধ দখলদার উচ্ছেদ করে বিচারের আওতায় আনা, অনুপস্থিত ভূমি মালিকানা বাতিল করা, ভেস্টেট প্রোপার্টি (অর্পিত সম্পত্তি) আইন বাতিল করে প্রকৃত মালিকের হাতে ভূমি হস্তান্তর করা ইত্যাদি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির বড় শরিক, অথচ দেশের বৃহত্তর খাত কৃষি নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয়। আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে কৃষি সংস্কার কমিশন গঠন করলে তা যুক্তিযুক্ত হতো।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তথা ক্ষুধা ও দারিদ্য নিরসনে একটি সমন্বিত কৃষি ও ভূমি সংস্কার আজকের বাস্তবতায় জরুরি। সংস্কারের ক্ষেত্রে বৈশ্বিক জলবায়ুর প্রভাবকে বিশেষ বিবেচনায় রাখতে হবে।

সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক আহমেদ বোরহান। বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞানী জাহাঙ্গীর হোসেন জনি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন