ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১১:১১ পিএম

ছবি-সংগৃহীত
রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রোবক্স গাড়ি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্ভ্রাজ মোল্লা (৩৫)।
শনিবার (১৪ জুন) রাত আনুমানিক পৌনে ৪টার দিকে মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কতিপয় দুষ্কৃতকারী মিরপুর সনি সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুইজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, একটি লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।