লঞ্চঘাটের যাত্রীদের ব্যাগ টানাটানি, আটক ৬
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০১:৩৯ পিএম
আটককৃত ছয় সিএনজি অটোরিকশা চালকক
চাঁদপুর লঞ্চঘাটের যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি ও লঞ্চের চালক, স্টাফদের বিরক্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয় জন সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন– চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনির মিন্টু খান (৩৫), ওয়ারলেস এলাকার শরীফ মিজি (২৮), সদর উপজেলার পশ্চিম বাগাদী এলাকার আল আমিন হোসেন (২৪), চাঁনখার দোকান এলাকার আমিন খা (৩৩), ফরিদগঞ্জ উপজেলার চর পোয়া গ্রামের সোহাগ (৩৪) এবং ভোলার লাল মোহন উপজেলার নোমান (২২)।
চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান বলেন, দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, অসংলগ্নভাবে চিৎকার চেঁচামেচি করে লঞ্চ টার্মিনালে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীদের অভিযোগ ছয় জনকে আটক করে আদালতে পাঠানো হয়।