নাশকতায় মামলায় জামায়াত নেতা কারাগারে
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম
দুপচাচিঁয়া জামায়াতে ইসলামীর যুব ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং দুপঁচাচিয়া উপজেলার গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের
বগুড়ায় নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। এর আগে গতকাল রাতে দুপচাঁচিয়া উপজেলার ইসলামীয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা হলেন- স্থানীয় জামায়াতে ইসলামীর যুব ও কল্যাণ বিষয়ক সম্পাদক
এবং দুপঁচাচিয়া উপজেলার গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের,
তার গাড়ি চালক আব্দুর রহিম ও রমজান আলী।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, ‘রাতে নূর মোহাম্মদ ও তার দুই সহযোগী গুনাহার ইউনিয়নের সাহেববাড়ি নামক স্থানে নাশকতার উদ্দ্যেশ্যে সড়কের ওপর অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাদেরকে আটক করে। এছাড়াও চেয়ারম্যান নূর মোহাম্মদের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে।’
ওসি আরও বলেন, ‘তাদের হেফাজত
থেকে দুইটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’