Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে বর্ণাঢ্য বৈসাবি শোভাযাত্রা

Icon

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম

খাগড়াছড়িতে বর্ণাঢ্য বৈসাবি শোভাযাত্রা

আসন্ন ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈসাবি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ সকালে হাজার হাজার পাহাড়ি-বাঙালির অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় খাগড়াছড়ি, পাশাপাশি হয়ে ওঠে সর্বস্তরের মানুষের মিলনমেলা। 

শুক্রবার (৫ এপ্রিল) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কার্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় বর্ণিল শোভাযাত্রা। সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

আগামী ১২ এপ্রিল থেকে বৈসাবির মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।



ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন