একতা বাজার যুবকদের উদ্যোগে
৭৫ হতদরিদ্র পরিবারে এবার বাড়তি খুশির ঈদ
আসলাম দেওয়ান, লালমোহন (ভোলা)
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
ভোলার লালমোহনের কালমায় একতা বাজার যুবকদের উদ্যোগে হতদরিদ্র মানুষকে ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণ।
ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের একতা বাজার যুবকদের উদ্যোগে হতদরিদ্র মানুষকে ঈদুল ফিতরের ঈদ উপহার (শাড়ি/লুঙ্গি , সেমাই, দুধ, চিনি) বিতরণ।
মঙ্গলবার সংগঠনের কর্মসূচি অনুযায়ী ৯ টি মটর সাইকেলে ২৫ জন ভলেন্টিয়ার একতা বাজার থেকে কালমা, বদরপুর ইউনিয়ন, বোরহান উদ্দিনের ও দক্ষিণ আইচার কিছু অংশে ৭৫ জন মানুষের বাড়ি গিয়ে তাঁদের হাতে ইদ উপহার তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. সাহাজ্জাল হোসেন মুসলমান ( অবসর প্রাপ্ত- বাংলাদেশ কৃষি ব্যাংক ম্যানেজার), সংগঠনের সভাপতি শিক্ষক মো. সেলিম, প্রভাষক মোঃ মনির হোসেন মুসলমান, প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদার, শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষক মোঃ মসা কালিমুল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ লোকমান মোসলমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ রাফসান, মোঃ রাসেল শিউলি, মোঃ পারভেজ শরিফ, মোঃ সোহাগ মুসলমান, মোঃ আবু সুফিয়ান মোসলমান, আওলাদ হোসেন মুসলমান সহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।
সংগঠনের পক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাধারণ সম্পাদক ( প্রতিষ্ঠাতা সদস্য) মোঃ লোকমান মোসলমান বলেন, হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত "একতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠন" প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচি গুলো হলো - ঈদুল ফিতরে ঈদ উপহার প্রদান, আযহায় গোস্তো বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা, মহামারী, প্রাকৃতিক দূর্যোগ এরাকায় ত্রাণ ও পূর্ণবাসন কর্মসূচি বাস্তবায়ন।