Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের টেকপাড়া এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৪:২১ পিএম

চট্টগ্রামের টেকপাড়া এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে

ছবি-সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের টেকপাড়া এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

এর আগে সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমিন শর্ম্মা বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের চেষ্টায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘নারিকেল গাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে লাগে। এর থেকে আগুনের সূত্রপাত বলে আমাদের ধারণা। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও বাসিন্দারা নিরাপদ আছেন।’

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন